তৃণমূলে যোগদানের পর অর্জুন সিংয়ের জেড শ্রেণির কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার ছিল সময়ের অপেক্ষা। অবশেষে বুধবার সকালে সেই আনুষ্ঠানিকতা শেষ করে ফেলল স্বরাষ্ট্র দফতর। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন অর্জুন সিং।বিজেপিতে যোগদানের পর জেড শ্রেণির নিরাপত্তা পেয়েছিলেন অর্জুন সিং। বুধবার সকালে তাঁর বাড়িতে পৌঁছয় একটি চিঠি। তাতে জানিয়ে দেওয়া হয়, আর কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন না তিনি।এদিন একথা জানিয়ে অর্জুন বলেন, ‘মানুষের কাজে নিয়োজিত হয়েছি। জীবনে ঝুঁকি তো নিতেই হবে। আমার জীবনের যদি কিছু হয়, তার দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে’। পাঞ্জাবে খুনের ঘটনা প্রসঙ্গ টেনে তিনি বলেন সিধুর সিকিউরিটি তুলে নেওয়ার তিনদিন পরেই তিনি খুন হন।২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। এর পরই কেন্দ্রীয় নিরাপত্তা পান তিনি। বিজেপিতে যোগদানের পর থেকেই অর্জুন সিংয়ের ওপর শুরু হয় তৃণমূলি হামলা। একের পর এক মামলায় জড়ানো হতে থাকে তাঁকে। গত ২২ মে তৃণমূলে ফেরেন অর্জুন। এর পর থেকেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে জল্পনা চলছিল।