গত জুলাই মাসে লেক গার্ডেন্সে এক মহিলাকে বাড়িতে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই মামলায় সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে তদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে মামলার শুনানি হয়। সেই মামলায় এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: ‘আমার হাত ধরে প্যান্টের চেন খুলে দেয়…’,দিল্লিতে শ্লীলতাহানির মুখে বাঙালি নায়িকা!
জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার স্বামী একজন সরকারি আমলা। ঘটনাটি ঘটেছিল গত ১৫ জুলাই। মহিলার অভিযোগ, তিনি রাতে কাজ থেকে বাড়িতে ফিরছিলেন। সেই সময় এক মদ্যপ যুবক তাঁকে একা পেয়ে পথ আটকায় এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি ঘটেছিল রাত সাড়ে ১১ টার দিকে। সেই সময় রাস্তায় লোকজন সেভাবে ছিল না। ফলে ভয় পেয়ে যান মহিলা। যুবকের এমন কাণ্ডে চিৎকার চেঁচামেচি করেন মহিলা। পরে কোনওভাবে সেখানে থেকে তিনি পালাতে সক্ষম হন। কিন্তু, এর পরের দিন ঘটে আরও বিপত্তি।
মহিলার অভিযোগ, পরের দিন ওই যুবক এবার তাঁর বাড়িতে উপস্থিত হয়। এবার সঙ্গে নিয়ে আসে একটি বন্দুক। এরপর বাড়িতে ঢুকে কার্যত বন্দুক দেখিয়ে যুবক তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তার বাড়িতেও যুবক ভাঙচুর চালায়। পরে ঘটনায় মহিলা থানায় অভিযোগ জানান।