গ্রুপ ডির পর SSC গ্রুপ সি নিয়োগ দুর্নীতির তদন্তের ভারও বিচারপতি রঞ্জিতকুমার বাগ কমিটির হাতে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে এই নির্দেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সঙ্গে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে আগামী শুক্রবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে আদালত।এদিনের শুনানিতে আদালত জানায়, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই দুর্নীতির সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার। তদন্তের জন্য নিরপেক্ষ সংস্থাতেই আস্থা রাখবে আদালত।’ তদন্ত শেষ করার জন্য বিচারপতি বাগ কমিটিকে ৩ মাসের সময়সীমা দিয়েছে আদালত। ১৫ মার্চ ফের হবে এই মামলার শুনানি।বলে রাখি, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া ৩৫০ জনের নিয়োগ খারিজ করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সঙ্গে তাদের বেতনবাবদ প্রাপ্ত টাকাও ফেরত দিতে বলেছে আদালত।ওদিকে গ্রুপ ডি নিয়োগ মামলায় এদিন সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ আগামী শুক্রবার পর্যন্ত বাড়িয়েছে ডিভিশন বেঞ্চ। এদিন আদালতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেগুলির সত্যতা যাচাইয়ের দায়িত্ব বিশেষ কমিটিকে দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।