NIAর এসপি ধনরাম সিংকে বদলির নির্দেশের দাবি জানিয়ে তৃণমূলের করা আবেদনে কর্ণপাত করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট জানাল, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়ার অধিকার নেই আদালতের। যা আদালতে তৃণমূলের আরও এক ধাক্কা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণ ছিনতাই করে মুসলিমদের দিয়েছেন মমতা: অমিত শাহ
পড়তে থাকুন: আদালতের রায় মানি না, OBC সংরক্ষণ চলছে, চলবে, প্রকাশ্য মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘটনার সূত্রপাত গত ৬ এপ্রিল। সেদিন ভোর রাতে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ২ তৃণমূল নেতার খোঁজে নাড়ুয়াবিলা গ্রামে হানা দেন NIA আধিকারিকরা। ফেরার পথে NIAর গাড়ির ওপর হামলা চালায় তৃণমূল। সেই ঘটনা নিয়ে যখন রাজনীতি তোলপাড় তখন তৃণমূলের তরফে দাবি করা হয় বিজেপির নির্দেশে কাজ করছে NIA. শাসকদলের এক মুখপাত্র সাংবাদিক বৈঠক করে দাবি করেন, গত ২৬ মার্চ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার নিউটাউনের একটি আবাসনে NIAএর এসপি ধনরাম সিংয়ের ফ্ল্যাটে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তাঁর হাতে ছিল একটি টাকা ভর্তি সাদা খাম। ধনরাম সিংয়ের সঙ্গে বৈঠক করে ভোটের আগে কোন কোন তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে তাদের নামের তালিকা ও টাকা দেন তিনি। প্রমাণ হিসাবে ওই আবাসনের ভিজিটরস বুকে জিতেন্দ্র সিংয়ের সই দেখান তিনি।
ধনরাম সিংয়ের ফ্ল্যাটে যাওয়ার কথা অস্বীকার করেননি জিতেন্দ্র। বিজেপির তরফে দাবি করা হয়, এসপি পদমর্যাদার আধিকারিকের বাসভবনেও একটি দফতর থাকে। তদন্তের সঙ্গে যুক্ত কোনও তথ্য – প্রমাণ দিতে সেই দফতরে যে কেউ যেতে পারেন। আর খামের ভিতরে যে টাকা ছিল তা কি এক্স রে করে দেখেছে তৃণমূল?
আরও পড়ুন: তৃণমূল সরকারের জমানায় জারি ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করল হাইকোর্ট
এর পরই ধনরামকে বদলির দাবিতে সরব হয় তৃণমূল। সেই দাবিতে আদালতের দ্বারস্থ হয় তারা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালতের তরফে তৃণমূলের আবেদন পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়। সঙ্গে জানানো হয়, কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই আদালতের।