সিঙুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন তিনি বলেন, পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার আগে ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখেনি কমিশন।সিঙুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের সিপিআইএম প্রার্থী দীপঙ্কর ঘোষ অভিযোগ করেন, ভোটগণনার দিন ব্যালট বাক্স থেকে ৪২টি ব্যালট ছিনতাই করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই অভিযোগের ভিত্তিতে ওই বুথে ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন।সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের হয়েছিল মামলা। সেই মামলার শুনানিতে শনিবার বিচারপতি অমৃতা সিনহা গণনাকেন্দ্রের ভিডিয়ো ফুটেজ দেখেন। এর পর তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন গণনাকেন্দ্রের ভিডিয়ো ফুটেজ দেখেনি। পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার আগে গণনাকেন্দ্রের ভিডিয়ো ফুটেজ দেখা উচিত ছিল। কমিশনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। ভিডিয়ো ফুটেজ দেখে পুনর্বিবেচনার পর গৃহীত সিদ্ধান্ত ৩ সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে।বলে রাখি, বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের সিপিএম প্রার্থীর দাবি, গণনায় ৪৬ ভোটে জিতছিলেন তিনি। তখন তাঁর ৪২টি ব্যালট ছিনতাই করেন তৃণমূল প্রার্থী।