বুধবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানে একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পহলগাঁওয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পাকিস্তানি জঙ্গিদের হিন্দুনিধনের পর ভারতের এই জবাবে উচ্ছ্বাস গোটা দেশ জুড়ে। ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগ তুলে সতর্ক করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, অপারেশন সিঁদুরের নাম করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিয়ো ছড়াচ্ছে বিজেপি। এই ধরণের ভিডিয়ো থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, ‘ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুর এর জন্য সাধুবাদ জানাই। জয় হিন্দ। কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিও পোস্ট করছে যেটা নিন্দনীয়।
ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে। আসলে এই ভিডিওটা ইস্রায়েল দেশের গাজা কে আক্রমণ করার ভিডিও। সাবধান - এই স্পর্ষ্কাতর সময়ে কোনো বিজেপি দ্বারা প্রচার করা খবর বিশ্বাস করবেন না। এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট।' একই সঙ্গে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।