আর যোগদান মেলা নয়। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে যোগদান করিয়ে পচা শামুখে পা রাখার পর এবার ঠান্ডা চা-ও ফুঁ দিয়ে খেতে চায় বিজেপি। বুধবার তাপস রায়ের বিজেপিতে যোগদানের সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় উঠে এল এমনই বক্তব্য।
এদিন সুকান্তবাবু বলেন, ‘আমরা দরজা খুলে দিলেই তৃণমূল দল শেষ হয়ে যাবে, এমন কিছু করতে উৎসাহী নই। যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, যারা দীর্ঘ দিন স্বচ্ছ ভাবমূর্তি রেখেছেন, সেই ধরণের নেতাদের আমরা নিতে আগ্রহী। এবং নিচুতলার কর্মীদেরকে নিতে আগ্রহী। বেশি করে আগ্রহী। নেতা নিতে অতটা আগ্রহী নই’।
গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ঢল নেমেছিল। জায়গায় জায়গায় যোগদান মেলার নামে শয়ে শয়ে লোক যোগ দিয়েছিলেন বিজেপিতে। তেমনই বিমানে করে দিল্লি নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল তৃণমূল নেতাদের। কিন্তু ভোট মিটলে দেখা যায় ঝাঁকের কই প্রায় সব ঝাঁকে ফিরে গিয়েছে। এর পরই সমালোচনার মুখে পড়তে হয় দিলীপকে।
তবে হাতে গোনা কয়েকজনকে যোগদান করিয়ে অবশ্য উপকৃত হয়েছে বিজেপি, তার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, শীলভদ্র দত্তের মতো নাম। প্রাক্তনের থেকে শিক্ষা নিয়েই কি নেতাদের যোগদানের ব্যাপারে বাড়তি সাবধানী সুকান্ত মজুমদার? তাই কি লোকসভা নির্বাচনের আগে স্ট্রাটিজি বদল বিজেপির?