আজ, শুক্রবার সকালে কলকাতায় উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। গল্ফগ্রিন থানার অন্তর্গত বিজয়গড়ের কাছে উদ্ধার হয়েছে ওই যুবকের রক্তাক্ত দেহ। কেষ্টপুরে মা–মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধারের পর আবার এমন রহস্যমৃত্যুতে আলোড়ন পড়ে গিয়েছে গোটা এলাকায়। এই যুবকের দেহের গলা, মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। ওই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে গল্ফগ্রিন থানার পুলিশ। প্রাতঃভ্রমণে বেরিয়ে এই দৃশ্য দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, আজ শুক্রবার সকালে এলাকার একটি বাড়ির সামনে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল। স্থানীয় বাসিন্দারাই এই দৃশ্য দেখে গল্ফগ্রিন থানায় খবর দেন। তারপরই ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে দেহ উদ্ধার করে। আর সেই যুবকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এই খুনের কারণ এখন খুঁজছে পুলিশ। যদিও এখনও মৃত যুবকের নাম–পরিচয় জানা যায়নি। ওই যুবকের পরনে ছিল হাফপ্যান্ট। ফাঁকা জায়গায় হাফপ্যান্ট এবং খালি গায়ে দেহ পড়ে ছিল। আর ওই যুবকের গলায়, মাথায় আঘাত রয়েছে বলে প্রাথমিকভাবে খুন বলেই মনে করছে পুলিশ।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এই যুবক এলাকার নয়। তাহলে কেউ না কেউ চিনতে পারত। এই যুবককে অন্য কোথাও খুন করে রাতের অন্ধকারে দেহ এই জায়গায় ফেলে দিয়ে গিয়েছে কেউ বা কারা। তবে আশপাশের এলাকায় কোনও যুবক নিখোঁজ আছেন কিনা সেটার খোঁজ করা হচ্ছে। ওই ব্যক্তির পরিচয় জানার কাজ শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। খুনের সন্দেহকে সামনে রেখেই তদন্ত শুরু হয়েছে।