বাঘাযতীন হুড়মুড়িয়ে হেলে পড়ে চারতলা ফ্ল্যাট। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়।অনেকেরই বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে সেই ভিডিয়ো। মূলত যারা বহুতলে থাকেন, ফ্ল্য়াটে থাকেন, কী ধরনের সামগ্রী দিয়ে সেই ফ্ল্যাট তৈরি হয়েছে সেটা তারা জানেন না, তাঁদের কাছে আতঙ্কের কারণ এই ঘটনা। জলাভূমি বুজিয়ে এই ফ্ল্যাট তৈরি হয়েছিল বলে দাবি স্থানীয়দের একাংশের।
২০১০ সালে এই ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয়েছিল। ২০১৪ সাল থেকে ফ্ল্যাট হস্তান্তরের কাজ হচ্ছিল। লোন নিয়ে ফ্ল্যাট কিনে একী অবস্থা! আপাতত জানালা দিয়ে কর্মীরা ভেতরে ঢুকে ভাঙার কাজ করছেন।
তবে এবার বাঘাযতীনের সেই হেলে পড়া ফ্ল্যাট ভেঙে ফেলার কাজ শুরু হল। বিপর্যয় মোকাবিলা দফতর, পুরসভা, দমকল, পুলিশ একযোগে এলাকায় রয়েছে। আপাতত চারতলার ফ্ল্যাটে যেতে পেরেছেন কর্মীরা। কী পরিস্থিতি হয়ে রয়েছে তা তাঁরা খতিয়ে দেখছেন। যত দ্রুত সম্ভব সেই ফ্ল্যাট ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারণ এই হেলে পড়া বিল্ডিং থেকে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে আশার কথা একটাই যে ওই ফ্ল্যাটে কোনও আবাসিক ছিলেন না। সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য সকলেই চলে গিয়েছিলেন অন্যত্র।
এদিকে বাসিন্দাদের একাংশের দাবি, ওই শুভ অ্যাপার্টমেন্টে আগে থেকেই ফাটল দেখা দিয়েছিল। এনিয়ে সতর্ক হওয়া উচিত ছিল।