
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের দিনই হাথরস কাণ্ডের প্রতিবাদে মহিলা ও দলিত নিপীড়ন বিরোধিতায় অবস্থান বিক্ষোভে বসল কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরীর নেতৃত্বে বিধান ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস নেতৃত্ব। অধীরবাবুর দাবি, ভোটের আগে দলিত – আদিবাসীর হিতাকাঙ্খী সেজে স্টান্ট দেখাতে এসেছেন অমিত শাহ। একই সঙ্গে এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি।
এদিন অধীর চৌধুরী বলেন, ‘অমিত সাহ এখানে দলিতদের ফুসলাতে এসেছেন, স্টান্ট দেখাতে এসেছেন। বাংলার মানুষ তা জানে। ভোটের আগে এরকম সবাই আসে। ভোট চলে গেলে ভুলে যায়।’
মমতাকে আক্রমণ করে অধীর বলেন, ‘ক্ষমতা থাকলে মমতা আমাকে জানান, পশ্চিমবঙ্গে তপশিলিজাতি ও উপজাতির কত শূন্যপদ রয়েছে?’ তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ তুলে অধীর বলেন, ‘দুজনেই হিন্দুত্বের প্রতিযোগিতায় নেমেছে। ওদিকে পাহাড় দখল নিয়ে দুপক্ষ কামড়াকামড়ি করছে।’
অধীরের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার জন্য লড়াই করবে বাম-কংগ্রেস জোট। তিনি বলেন, কালীপুজোর পর উৎসবের আমেজ কাটলেই একসঙ্গে কর্মসূচির আয়োজন করবে বাম কংগ্রেস। ইতিমধ্যে বামেদের ডাকা বনধকে কংগ্রেস সমর্থন করেছে বলে জানান তিনি।
মমতা সরকারের পতন আসন্ন বলে দাবি করে অধীর বলেন, ’২০ টাকায় মদ আর ৬০ টাকায় সবজি। এতেই পশ্চিমবঙ্গের মানুষের দুর্গতির ছবি স্পষ্ট হয়ে যায়। এবার মুখ্যমন্ত্রীকে মসনদ ছাড়তে হবে। বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসবে। কারণ আমরা মানুষের কথা বলি।’
৳7,777 IPL 2025 Sports Bonus