ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যান অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে কলকাতা। তবে কলকাতা নিরাপদ শহর হলেও পশ্চিমবঙ্গ মহিলাদের উপর অপরাধে পঞ্চম স্থানে রয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরকে নিশানা করল।
এনসিআরবি পরিসংখ্যানের ভিত্তিতে তিলোত্তমা কলকাতা এই নিয়ে তিনবার সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। তিনি সরাসরি অমিত শাহের বিরুদ্ধে কটাক্ষ করে টুইটারে লেখেন, ‘বাংলাকে দেখে শিখুন। কলকাতা নিরাপদতম।’
অন্যদিকে, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অপরাধ নিয়ে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছেন বাংলায় বিজেপি সহ পর্যবেক্ষক অমিত মালব্য। টুইটারে তিনি লিখেছেন, ‘মহিলাদের ওপর অপরাধে দেশের পাঁচটি শীর্ষস্থানীয় রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। বধূ নির্যাতন থেকে শুরু করে মহিলাদের উপর অ্যাসিড হামলা, পণপ্রথা এই সমস্ত মিলিয়ে রাজ্য পঞ্চম স্থানে রয়েছে।’ এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড। তাঁর উচিত দুই মহিলা মন্ত্রীকে গান্ধী মূর্তির নিচে প্রতিবাদে বসার নির্দেশ দেওয়া।’