সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে শুভেচ্ছা জানাতে গিয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। কিন্তু শুভেচ্ছা না জানিয়ে ফিরতে হয়েছে তাঁদের। সিপিএমের তরফের সরাসরি না জানিয়ে আগাম পোস্টার লাগিয়ে রাখা হয়েছিল দরজায়। তাঁদের দেখে দরজা বন্ধ করে দেওয়ারও অভিযোগ তুলেছেন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। সিপিএমের এহেন আচারণকে 'দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।
মঙ্গলবার সকালে সংগঠনের তিন সদস্যকে নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। এই দলে দুই মহিলা সদস্যও ছিলেন। তাঁরা গিয়েই দরজার সমানে একটি নোটিশ দেখতে পান। ইংরাজিতে লেখা নোটিশে বলা হয়েছে, সকলে স্বাগত শুধুমাত্র, সাম্প্রদায়িক, জাতিবাদী এবং উগ্র ধর্মান্ধ নন।
(পড়তে পারেন। গঙ্গার ঘাটের একী অবস্থা! বিসর্জনের পরে আদালতে ধমক খেল রাজ্য)
হিন্দু মহাসভার দাবি, তার সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে দফতরের দুজন কর্মী এসে জানিয়ে দেন, তাঁদের শুভেচ্ছা নেওয়া হবে না। চন্দ্রচূড় গোস্বামীর দাবি, তাঁদের দেখে সিপিএমের রাজ্য সম্পাদর সেলিম 'পালিয়ে গিয়েছেন।'
যদিও আনন্দবাজার অনলাইনকে সেলিম জানিয়েছেন, 'আমরা সংবাদমাধ্যম সূত্রে জেনেছিলাম। দুপুর দেড়টা নাগাদ ওরা আসবেন। কিন্তু সাড়ে তিনটে নাগাদ যখন আমরা বেরচ্ছি তখন দেখি কয়েকজন এসেছেন সং সেজে।'
প্রসঙ্গত, সোমবার থেকে এই কর্মসূচি নিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। বিভিন্ন রাজনৈতিক দলও এবং কয়েকটি সরকারি অফিসে তারা ফুল ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছিলেন। এর আগে তাঁরা তৃণমূল, বিজেপি, কংগ্রেসের অফিসেও গিয়েছিলেন। এছাড়া তাঁরা ইডি-সিবিআইয়ের অফিসেও যান। কিন্তু ধাক্কা খেতে হল আলিমু্দ্দিনে এসে। পরে একটি ভিডিয়ো বার্তা চন্দ্রচূড় বলেন,'আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের দফতরেই যাচ্ছি। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে, সিপিএম রাজ্য দফতরে আমাদের ঢুকতে দেওয়া হল না।'