বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bikash Bhattacharya on RG Kar Verdict: বিচারক মৃত্যুদণ্ড না দিয়ে ঠিক করেছেন, মত একদা আরজি কর মামলায় লড়া আইনজীবী বিকাশের
একটা সময়ে আরজি কর নির্যাতিতার পরিবারের হয়ে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। সেই বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন, 'মৃত্যুদণ্ড না দিয়ে বিচারক ঠিকই করেছেন বলে আমার মনে হয়।' আরজি কর মামলায় সঞ্জয় রায়ের সাজা নিয়ে টিভি৯ বাংলাকে বিকাশবাবু বলেন, 'স্বাভাবিক রায়। বিচারপতি যাবজ্জীবন দিয়েছেন। এটা যথেষ্ঠ কঠিণ সাজা। মৃত্যুদণ্ড না দিয়ে ঠিকই করেছেন বলে আমার মনে হয়। প্রথমত, মৃত্যুদণ্ড থাকাই উচিৎ নয়। বিচারক সমস্ত তথ্য প্রমাণ ঘেটে এই রায় দিয়েছেন।' (আরও পড়ুন: আরজি কর মামলার নির্দেশনামায় সমালোচনা পুলিশ ও সন্দীপের, একাধিক প্রশ্ন বিচারকের)