টেলিভিশন চ্যানেলে গোমাংস নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় অশালীন আক্রমণের মুখে অভিনেত্রী দেবলীনা দত্ত। তাঁকে গণধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিনেত্রীর। সম্প্রতি একটি টিভি চ্যানেলের বিতর্কসভায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় দুর্গাপুজোয় অষ্টমী বা নবমীর দিন গোমাংসা খাওয়ার অধিকার দাবি করেন। এর পর দেবলীনা উঠে দাঁড়িয়ে বলেন, তিনি নিজে নিরামিষাসী হলেও ওই দিন তাঁকে গোমাংস রেঁধে দিতে পারেন। কারণ তিনি খাসি ও গোমাংস দুটিই ভাল রান্না করতে পারেন। এর পরই বিতর্কের সূত্রপাত হয়, দেবলীনার মন্তব্যে পালটা আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন অভিনেতা তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগ সেই পোস্টের নীচে নামে বেনামে দেবলীনা গণধর্ষণের হুমকি দিয়েছেন অনেকে। অনেকে তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। এমনকী মুন্ডু কেটে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এব্যাপারে তরুণজ্যোতিবাবু বলেন, ‘কে হুমকি দিয়েছে জানি না। ওনার বক্তব্যে আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে। আমরা আইনি পদক্ষেপ করবো।’