
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ভোট পরবর্তী হিংসা মামলায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা ও দাদার নিরাপত্তার দায়িত্ব পুলিশেরই। সোমবার অভিজিতের দাদা বিশ্বজিতের করা মামলায় এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী ৩০ মার্চ পর্যন্ত পুলিশকে নিরাপত্তার দায়িত্ব নিতেই হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
গত ২৫ ফেব্রুয়ারি বিশ্বজিতের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। অভিজিৎ খুনে জেলবন্দি অভিযুক্তদের পরিবারের লোকজন আইনজীবী এনে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এমনকী অভিজিতের মাকে সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। রাতে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যেতে হয়। এর পরই নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎবাবু।
সেই মামলার শুনানিতে আগেই ওই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। সঙ্গে পুলিশকে অভিজিতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছিলেন। সোমবারের শুনানিতে বিচারপতি বলেন, আগামী ১৯ ও ২০ মার্চ অভিজিৎ হত্যা মামলায় নিম্ন আদালতে সাক্ষ্য দেবেন অভিজিতের মা ও দাদা। ৩০ এপ্রিল পর্যন্ত পরিবারটিকে নিরাপত্তা দিতে হবেই পুলিশকে। এর মধ্যে সিবিআই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সিবিআই যদি কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করে তাহলে তা বিবেচনা করবে আদালত।
গত ২৫ এপ্রিল হামলার সময় বিশ্বজিতদের বাড়িতে একজনই পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর উর্দিতে লাগানো ক্যামেরায় কোনও ছবি ওঠেনি বলে দাবি পুলিশের। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ওপর হামলা চালায় তৃণমূলি দুষ্কৃতীরা। অভিজিতকে পিটিয়ে মারে তারা। সঙ্গে পিটিয়ে মারে তাঁর সঙ্গী কুকুরটিকেও। এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। সঙ্গে আক্রান্তের পরিবারকে নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেয় আদালত।
৳7,777 IPL 2025 Sports Bonus