কলকাতা বিমানবন্দরের রানওয়েতে মাঝে মধ্যেই চলে আসে পাখি এবং শিয়াল, সাপ, কুকুর এবং বিড়ালের মতো প্রাণী। যার ফলে অনেক সময় উড়ান প্রক্রিয়া ব্যহত হয়। এই পরিস্থিতিতে এই সমস্ত প্রাণীদের রানওয়ে থেকে দূরে রাখতে ২৪ জন রক্ষী এবং ৩ জন সুপারভাইজার মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।
রক্ষীরা পাখি এবং বন্যপ্রাণীগুলি তাড়ানোর জন্য বিশেষ প্রযুক্তির বন্দুক ব্যবহার করবেন। পাশাপাশি, বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে গার্ডদের কাজের সময়ও আলাদা আলাদা করা হবে। কলকাতা বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে পুরানো সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়েছে এবং তাই নতুন গার্ড মোতায়েনের দায়িত্ব নতুন সংস্থাকে দেওয়ার জন্য নতুন দরপত্র ডাকা হয়েছে। উল্লেখ্য, কলকাতাগামী একটি উড়ান এআইএক্স কানেক্ট যা আগে এয়ারএশিয়া ইন্ডিয়া নামে পরিচিত ছিল সেটিতে পাখির ধাক্কা লাগার ফলে জরুরি অবতরণ করেছিল।
বিমানবন্দরে বন্যপ্রাণী ও পাখির সংখ্যা বৃদ্ধি নিয়ে সম্প্রতি বিমানবন্দর উপদেষ্টা কমিটির সভায় আলোচনা হয়েছে। মূলত বিমানবন্দরের আশেপাশে আবর্জনার স্তূপ বৃদ্ধি পাওয়ার ফলে খাদ্য সংগ্রহের জন্য সেখানে পাখি এবং বন্যপ্রাণী বাড়ছে বলে মনে করছেন আধিকারিকরা। সেবিষয়ে পরিষ্কার করার জন্য পুরসভাকে জানানো হয়েছে বলে তিনি জানান। তবে বন্যপ্রাণী বা পাখি তাড়াতে গিয়ে যাতে তারা আঘাত না পায় সে বিষয়টি সংস্থাকে নিশ্চিত করতে হবে। সে রকম কিছু ঘটলে সংস্থাকে জরিমানা করা হবে বলে বিমান বন্দরের তরফে জানানো হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup