বাংলায় ফের হাতির হানায় মৃত্যু হল বনকর্মীর। একটি হাতি দলকে জঙ্গলে ফেরানোর সময় গজরাজের মুখোমুখি চলে আসেন ওই বনকর্মী। সেই সময় তার ওপর হামলা চালায় একটি হাতি। ঘটনায় মৃত্যু হয় ওই বনকর্মীর। মৃতের নাম মদন দেওয়ান। ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিমের কালচিনি চা বাগানের আউট ডিভিশনের ৫ নম্বর সেকশনে। জানা যায়, প্রাণ বাঁচাতে ওই বন কর্মী এক রাউন্ড গুলিও ছুড়েছিলেন। তারপরেও তিনি নিজেকে বাঁচাতে পারেননি। তাকে পালিয়ে আসার সুযোগ দেয়নি হাতি।
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় বাড়ি ভেঙে দুই বোনকে পিষে দিল হাতি, মর্মান্তিক ঘটনা ওড়িশায়
ঘটনায় মৃত বনকর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রকল্পের পশ্চিম বিভাগের উপকেন্দ্র অধিকর্তা ড. হরিকৃষ্ণন। বনকর্মীর মৃত্যুর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, প্রাণ বাঁচাতে ওই বনকর্মী এক রাউন্ড গুলি চালিয়েছিলেন ।তবে হাতি পালাতে গিয়ে তিনি সামনে চলে এসেছিলেন। নিচে পড়ে যান দেওয়ান। সেই সময় হাতি তাকে পিষে দেয়। জানা গিয়েছে, এদিন সকালে ৪ থেকে ৫টি হাতির দল বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে বেরিয়ে কালচিনি চা বাগানে আসে। খবর পেয়ে সেখানে যান বনকর্মীরা। এদিকে, হাতির পাল দেখতে সেখানে পৌঁছয় প্রচুর মানুষ। একসঙ্গে বহু মানুষের হইহুল্লোড়ে হাতি বিরক্ত হয়ে ওঠে। সেই খবর পেয়ে জনতার ভিড় সামাল দিতে প্রচুর পুলিশ পৌঁছয়। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।