মাধ্যমিকের ফলাফল কি আগামী ৩ জুন প্রকাশিত হয়েছে? সেই দিন ধরেই আপাতত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। তবে ওই সূত্রের দাবি, এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে যে কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিকের ফলাফল প্রকাশের (WB Madhyamik Result 2022) ক্ষেত্রে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে একাধিক জেলার শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলি এবং বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমানের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন পর্ষদের কর্তারা। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা আছে। সব জেলার সঙ্গে প্রস্তুতি বৈঠক হয়ে গেলে আগামী সপ্তাহেই রাজ্য সরকারকে মাধ্যমিকর ফল প্রকাশের তারিখ নিয়ে প্রস্তাব দেবে পর্ষদ। তারপর রাজ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Madhyamik Results 2022: কোথায় ও কীভাবে এবারের মাধ্যমিকের ফলাফল দেখবেন? দেখে নিন পুরো উপায় ও ওয়েবসাইট
এমনিতে চলতি বছর ১৬ মার্চ শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। যদি ৩ জুন ফলাফল প্রকাশিত হয়, তাহলে ৯০ দিনের রীতিও বজায় থাকবে। তবে বিষয়টি নিয়ে আপাতত পর্ষদের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, একেবারে চূড়ান্ত দিন ঘোষণার সময় পর্ষদের তরফে মুখ খোলা হবে।