একশো দিনের কাজের মজুরি পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা থাকলেও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেদিন অর্থ পাঠাতে পারছে না রাজ্য সরকার। আগামী ১ মার্চ থেকে রাজ্যের মনরেগা কর্মীদের (১০০ দিনের কাজ) মজুরির টাকা পাঠানো হবে। বিধানসভায় তিনি বলেন, ‘আমি আশ্বাস দিয়েছিলাম যে ২১ ফেব্রুয়ারি (রাজ্যের) ২১ লাখ মনরেগা কর্মীকে (১০০ দিনের কাজ করেন) টাকা দেব। কিন্তু আরও কিছুটা সময় লাগবে।’
দিনক্ষণ নির্দিষ্ট করেও কেন দেরি হচ্ছে, সেই কারণটাও ব্যাখ্যা করে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি বলেছেন, ‘সমীক্ষায় দেখা গিয়েছে যে ১০০ দিনের কাজের টাকার প্রাপকদের সংখ্যা ২১ লাখ নয়...। কিছুটা বেড়েছে ১০০ দিনের কাজের জন্য অর্থ প্রাপকের সংখ্যা। সমীক্ষায় দেখা গিয়েছে যে ২১ লাখ কর্মীর পরিবর্তে ২৪.৫ লাখ মানুষ সেই টাকা পাবেন। সকলের বকেয়া টাকা দিতে আমাদের আরও টাকা লাগবে। সেই বাড়তি টাকা জোগাড় করতে রাজ্য সরকারের একটু সময় লাগবে। সেজন্য ২১ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকার প্রাপকদের বকেয়া অর্থ দেওয়া যাবে না। আগামী ১ মার্চ থেকে টাকা দেওয়া হবে।’
উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন মমতারা। সেই মঞ্চ থেকেই মমতা ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার যদি ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে না দেয়, তাহলে ২১ লাখ কর্মীকে নিজেদের কোষাগার থেকেই টাকা দেবে রাজ্য সরকার। কর্মীদের প্রাপ্য টাকা দেবেন তাঁরাই। সেজন্য ২১ ফেব্রুয়ারি দিনক্ষণ বেছে নিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেদিন টাকা দেওয়া যাচ্ছে বলে নিজেই জানিয়ে দিলেন মমতা। তবে বেশিদিন অপেক্ষা করতে হবে না কর্মীদের। মার্চের গোড়াতেই তাঁরা টাকা পেয়ে যাবেন। আর সরাসরি তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
আবাস প্রকল্পের টাকাও দেবে রাজ্য, ঘোষণা মমতার
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, আবাস যোজনার টাকাও দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সেই পরিস্থিতিতে আবাস যোজনা প্রকল্পের অর্থও রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।