আজ, সোমবার উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই উদ্বোধন করলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। চারটি শিল্প পার্কেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে উত্তরায়নের বিপরীতে তা হতে পারে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। আর চা–বাগান নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দীনবন্ধু মঞ্চে আয়োজিত এই সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে চা–বাগানের ভবিষ্যৎ নিয়ে উদাসীন থাকতে পারে না। মুখ্যমন্ত্রী রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দেন, দিল্লিতে গিয়ে টি–বোর্ড ঘেরাও করতে হবে।
এদিকে এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে নানা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গের নানা শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা–শিল্পের উপর বিশেষ জোর দেওয়ার বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। মেয়র গৌতম দেব এবং জিটিএ প্রধান অনীত থাপাকেও প্রতিনিধি দলে রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে টি–বোর্ডের বিরুদ্ধে অভিযোগ জানান। তিনি বলেন, ‘২০২৪ সালের ৩০ নভেম্বর টি–বোর্ড নতুন চা পাতা তোলায় নিষেধাজ্ঞা জারি করেছিল। যা রাজ্য সরকার পরে খারিজ করে দেয়। এবারও একই সিদ্ধান্ত নিয়ে টি বোর্ড চক্রান্ত করছে। তার ফলে ছোট কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।’
আরও পড়ুন: ‘বাঁশের চেয়ে কঞ্চি দড়’, একাধিক পুরসভাকে শিলিগুড়ি থেকে ‘ধমক’ দিলেন মুখ্যমন্ত্রী