কখনও অমর্ত্য সেনকে আক্রমণ, কখনও প্রাক্তনীদের কুকথা, অধ্যাপকদের সাসপেন্ড এবং ছাত্রছাত্রীদের শোকজ করে তিনি জনপ্রিয় হয়েছেন। এমনকী বিতর্কিত মন্তব্য করে তিনি সবার নজর কেড়েছেন। হ্যাঁ, তিনি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার তিনি মারাত্মক কথা বলে তোলপাড় করে দিলেন গোটা দেশকে। দুর্গাপুজোকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করার জেরে সর্বস্তরে সমালোচনা শুরু হয়েছে।
গতবছর দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তারপর থেকে দুর্গাপুজো আর শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসবে আটকে নেই। সেটা এখন গোটা দেশের মানুষের কাছে গর্বের বিষয়। আর সেটাকে নিয়ে খারাপ কথা বলে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দুর্গাপুজো ব্রিটিশদের পদলেহন করতে শুরু করা হয়েছিল বলে মন্তব্য করেছেন। যার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে স্বয়ং প্রধানমন্ত্রীর সচিবালয় বা পিএমও। আর এই বিষয়ে এখনও বিশ্বভারতীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঠিক কী বলেছেন উপাচার্য? গত ২২ ফেব্রুয়ারি ঘটনার সূত্রপাত। সেদিন বিশ্বভারতীর উপাসনা গৃহে বসন্ত উৎসব নিয়ে কথা বলছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তখনই ওঠে দুর্গাপুজোর প্রসঙ্গ। আর বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘আপনারা জানেন আজ দুর্গাপুজো বিশ্বের অন্যতম পুজো হিসেবে স্বীকৃত। কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায়, দুর্গাপুজো শুরু হয়েছিল ব্রিটিশদের পদলেহন করতে। তৎকালীন রাজাদের মধ্যে প্রতিযোগীতা হতো, কে ইংরেজদের দুর্গাপুজোর মঞ্চে আনতে পারবে। নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো ও অনেক পানীয়ের ব্যবস্থাও থাকত। পরবর্তীতে দুর্গাপুজো একটা ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়।’ এই মন্তব্য করার ফলে ১০ মার্চ শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার চিঠি পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই চিঠির প্রেক্ষিতেই রিপোর্ট তলব করল পিএমও।