বাংলার পর্যটনে এক নতুন মাত্রা আনতে মাইথন, পাঞ্চেত ও তিলাইয়ার বিশাল জলাধারকে ঘিরে শুরু হয়েছে বড় পরিকল্পনা। পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলিকে পর্যটনের রূপ দিতে চাইছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। প্রকল্পের মূল লক্ষ্য, প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে ওয়াটার স্পোর্টস, ভাসমান রিসর্ট ও আধুনিক পর্যটন পরিকাঠামো গড়ে তোলা।
আরও পড়ুন: DVC-র জল ছাড়া নিয়ে ফের চিঠি নবান্নর, বন্যা পরিস্থিতি ঘিরে সতর্ক বার্তা
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের পরিকল্পনা একেবারে প্রাথমিক ধাপ পেরিয়ে এখন মাস্টারপ্ল্যান তৈরির পর্যায়ে। ইতিমধ্যেই বিশেষজ্ঞ পরামর্শদাতা সংস্থার সঙ্গে কাজ শুরু হয়েছে। পাশাপাশি, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গেও চলছে ধারাবাহিক বৈঠক। উদ্দেশ্য একটাই, সব ধরনের পর্যটকের চাহিদা বুঝে এমন এক প্যাকেজ তৈরি করা, যা বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করবে। গত সপ্তাহেই আসানসোল ও শিল্পাঞ্চলের বিভিন্ন বণিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন ডিভিসির আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আসানসোল চেম্বার অব কমার্স এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সেখানে ডিভিসি-র তরফে প্রস্তাবিত পর্যটন পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়। পাশাপাশি নেওয়া হয় ব্যবসায়ীদের পরামর্শ। বণিক সংগঠনগুলির মত, পর্যটন শিল্পে বড় বিনিয়োগ টানতে গেলে দীর্ঘমেয়াদি জমি লিজ ও সরকারি নীতিগত স্থায়িত্ব অত্যন্ত জরুরি।