সম্প্রতি কুলটি এলাকায় শত্রুঘ্ন সিনহার ছবি–সহ ‘লাপতা’ পোস্টার পড়েছিল। এমনকী ছট ঘাট এলাকাতে এই ধরনের পোস্টারগুলি দেখা গিয়েছিল। পোস্টারে লেখা ছিল, সাংসদ শত্রুঘ্ন সিনহা ‘বিহারীবাবু’ নামে পরিচিত, কিন্তু বিহারীদের সব থেকে বড় ছট পুজোয় নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ নিখোঁজ।
Ad
‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহা।
ছট উৎসবে এখন মেতে উঠেছে শিল্পাঞ্চল। আসানসোল থেকে দুর্গাপুর আলোর রোশনাইয়ে সেজে উঠেছে ছট ঘাটগুলি। আর তখনই ছট উৎসবে অংশ নিতে শিল্পাঞ্চলে হাজির হলেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাও। তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল। তাঁকে দেখা যায় না এলাকায় বলে অভিযোগ তুলে পড়েছিল পোস্টার। আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এই নিখোঁজ পোস্টার ঘিরে যখন রাজ্য–রাজনীতি সরগরম ঠিক তখনই অন্ডাল বিমানবন্দরে দেখা মিলল ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহাকে। ‘নিখোঁজ’ পোস্টার পড়ার একদিন পরেই এলাকায় ফিরলেন তারকা সাংসদ।
ঠিক কী দেখা গিয়েছিল? সম্প্রতি কুলটি এলাকায় শত্রুঘ্ন সিনহার ছবি–সহ ‘লাপতা’ পোস্টার পড়েছিল। এমনকী ছট ঘাট এলাকাতে এই ধরনের পোস্টারগুলি দেখা গিয়েছিল। পোস্টারে লেখা ছিল, সাংসদ শত্রুঘ্ন সিনহা ‘বিহারীবাবু’ নামে পরিচিত, কিন্তু বিহারীদের সব থেকে বড় ছট পুজোয় নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ নিখোঁজ। এই পোস্টার বিতর্কের পর সাংসদ অবশ্য শনিবার জানিয়ে দেন, তিনি ছটের জন্যই এসেছেন সেখানে। শনিবার বিকেলে তিনি অণ্ডাল বিমানবন্দরে নামেন। সেখান থেকে যান জামুড়িয়ায়। রবিবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।