জেল থেকে ছাড়া পাওয়ার পরই গ্রামে বোমা মারার হুমকি দিচ্ছেন শান্তিনিকেতনের মোলডাঙায় শিশুখুনে অভিযুক্তের বাবা। এই অভিযোগে রবিবার সকালে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মোলডাঙা গ্রামের বাসিন্দারা। এর জেরে গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আবার ঘটনাস্থলে যান পুলিশকর্মীরা। গ্রামবাসীদের দাবি, এই ঘটনায় অভিযুক্ত রুবি বিবির বাবা আবু কালামও সমান দোষী। তাঁকে গ্রেফতার করতে হবে।
গত রবিবার থেকে নিখোঁজ ছিল মোলডাঙা গ্রামের শিশু শিবম ঠাকুর। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী আবু কালামের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে শিশুটিকে খুন করেছে আবু কালামের মেয়ে রুবি বিবি। এর পর রুবি বিবি, তাঁর মা সফিয়া বিবি ও আবু কালামকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ না থাকায় পরে আবু কালামকে ছেড়ে দেয় পুলিশ। অভিযোগ, পুলিশ হেফাজত থেকে বেরিয়েই গ্রামে বোম মারার হুমকি দিচ্ছেন আবু কালাম। এর জেরে আতঙ্কে সিঁটিয়ে রয়েছে গোটা মোলডাঙা।
'সাদাসিধে ছেলে', অঙ্কিতাকে 'খুন' করা ছেলেকে সার্টিফিকেট বহিষ্কৃত BJP নেতার
অভিযুক্ত আবু কালামের গ্রেফতারির দাবিতে রবিবার সকালে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবু কালামকে ফের গ্রেফতারির দাবি জানান তারা। গ্রামবাসীদের দাবি, এই ঘটনায় আবু কালাম সমান দোষী। শিশুটিকে তার মেয়ে যে খুন করেছে সেকথা জানত সে। তার পরেও পুলিশকে সেকথা জানায়নি আবু কালাম। তার ওপরে ছাড়া পেয়ে গ্রামে বোমা মারার হুমকি দিচ্ছে।