৬ মাস কেটে যাওয়ার পরেও রাজ্য সরকারের আশ্বাস মতো কৃত্রিম হাত পেলেন না পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন। তাঁর নার্সের চাকরিতে যোগদানের বিরোধিতা করেছিলেন তাঁর স্বামী। তারপরেই রেণু হাতের কব্জি কেটে নিয়েছিল সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেণুকে কৃত্রিম হাত প্রতিস্থাপনের আশ্বাস দিয়েছিলেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ রেণু খাতুনের।
হাত কাটার ঘটনার পরেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বর্ধমানে নার্সিং প্রশিক্ষণ স্কুলে চাকরিতে যোগ দিয়েছেন রেণু। তবে তাঁর আশা দ্রুত কৃত্রিম হাত তিনি পেয়ে যাবেন। রেণু বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও তা পায়নি। এ বিষয়ে জেলা পরিষদের কাছে আবেদন জানিয়েছি। আশা করি মুখ্যমন্ত্রী যখন আশ্বাস দিয়েছেন তখন তা নিশ্চয়ই পূরণ করবেন।’ খুব দ্রুতই কৃত্রিম হাত লাগানো হবে বলে তিনি মনে করছেন।
বর্ধমান জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেণুর কৃত্রিম হাতের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, রেণুর কৃত্রিম হাতের জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত দরপত্র ডাকা হবে। এ সপ্তাহে সেই কাজ শেষ হবে। তারপরেই কৃত্রিম হাত প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে। বর্ধমান মেডিক্যাল কলেজের সহযোগিতায় কৃত্রিম হাত লাগানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।