দেখা হল বর্ধমানে, রেণু খাতুনকে জড়িয়ে ধরলেন মমতা: 'অনেক বড় হও'
1 মিনিটে পড়ুন Updated: 27 Jun 2022, 08:25 PM ISTSatyen Pal
দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যাচ্ছেন রেণু। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও সুযোগ পেলেন রেণু খাতুন। সরকারি চাকরি পাওয়ায় কব্জির পর থেকে কেটে নিয়েছিল স্বামী।
হাসপাতালের বেডে শুয়েই তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এরপর তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। আর সোমবার বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন রেণু খাতুন। ডান হাতটা কব্জির পর থেকে স্বামী কেটে নিয়েছে। তবুও লড়াইটা জারি রেখেছেন তিনি। নার্সের চাকরি পেয়েছেন এই বর্ধমানেই।
এদিন সভা শুরুর আগেই রেণু খাতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে যান তিনি। সেই সময়ই মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরেন। মুখ্য়মন্ত্রী জানিয়েছেন অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এমনটাই জানিয়েছেন রেণু। মুখ্য়মন্ত্রীর এই ব্যবহারে এত প্রতিকূলতার মধ্যেও যেন আশার আলো দেখছেন রেণু।