
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
জামিন পেয়ে বাড়ি ফিরলেন চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত হালিশহরের তৃণমূলি পুরপ্রধান রাজু সাহানি। গত ২ সেপ্টেম্বর বর্ধমান সন্মার্গ চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জামিন পেলেন তিনি।
জামিন পেয়ে বাড়ি ফিরে রাজু সাহানি জানিয়েছেন, সিবিআই আবার ডাকলে যাব। আমি কোন চুরি বা কারসাজি করিনি। যতটা সহযোগিতা লাগে আমি করব। দলের নির্দেশ মেনে কাজ করব। এখনো পর্যন্ত দল আমায় কোন নির্দেশ দেয়নি। অপেক্ষায় আছি। তিনি বলেন, যদি আবার পৌরসভার দায়িত্ব আমাকে দেয় তবে আবার রাস্তায় নামবো।
গত ২ সেপ্টেম্বর হালিশহরে রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই। এর পরই তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। রাজু সাহানির গ্রেফতারি নিয়ে বারাকপুর শিল্পাঞ্চলে তোলপাড় শুরু হয়।
৳7,777 IPL 2025 Sports Bonus