দুর্নীতির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবমাননাকর পোস্টার পড়ল এলাকায়। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা। হাড়োয়া পিজি হাইস্কুলের প্রধান শিক্ষক সমীর রুদ্র মজুমদারের বিরুদ্ধে কোথাও ‘তোলাবাজ’, কোথাও ‘সাইকেল চোর’ অপবাদ দিয়ে পোস্টার সেঁটেছেন অভিভাবকরা।মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাদা কাগজে কম্পিউটার প্রিন্ট করা পোস্টারে এলাকা ছয়লাপ। কোথাও লেখা ‘শাসকদলের ভয় দেখিয়ে অভিভাবকদের থেকে টাকা তোলাবাজ অচিন্ত ঘোষ ও হেডমাস্টার হাড়োয়া পিজি হাইস্কুল নিপাত যাক।’ কোথাও লেখা, ‘চাল চোর, সাইকেল চোর প্রধান শিক্ষক নিপাত যাক’। নীচে লেখা অভিভাবক ও নাগরিক সমাজ। প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভও দেখান একদল অভিভাবক।অভিভাবকদের অভিযোগ, গত ২ বছর স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে মিড ডে মিলের চাল ও ছাত্রদের পোশাকের টাকা সরিয়েছেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি তথা পিআইই অচিন্ত্য ঘোষ। এমনকী এলাকার অন্যান্য স্কুলের থেকে এই স্কুলে ভর্তি ফি অনেক বেশি। ঘটনায় হতবাক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা।স্কুলের পরিচালন কমিটির প্রাক্তন সদস্যরা জানিয়েছেন, রাতের অন্ধকারে কেউ পোস্টার লাগিয়েছে। অভিযোগ থাকলে তদন্ত হবে। কিন্তু স্কুলে পঠনপাঠনের পরিবেশ বজায় রাখতে হবে। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।