উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনায় বিহার থেকে শ্যুটার আলিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে একথা জানান পুলিশ সুপার যশপ্রীত সিং। একই সঙ্গে যে গাড়ি থেকে গুলি চালানো হয়েছিল তার চালককেও গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ সেপ্টেম্বর দিনে দুপুরে খুন হন পাঞ্জিপাড়া পঞ্চায়েতের প্রধান রাহি। তদন্তে নেমে পুলিশ প্রথমে এক কংগ্রেস নেতাকে গ্রেফতার করে। পরে জানা যায় জমি মাফিয়াদের বিরোধিতা করাতেই বিহার থেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে।
এই ঘটনার তদন্তে ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৫ সদস্যের সিট গঠন করেছিল জেলা পুলিশ। তদন্তে নেমে বাংলা বিহার সীমান্তে নজরদারি শুরু করে তারা। সেখানে যে গাড়ি থেকে গুলি চালানো হয়েছিল সেটিকে দেখতে পান পুলিশ আধিকারিকরা। মোটরসাইকেল নিয়ে ফিল্মি কায়দায় তাড়া করে গাড়িটিকে ধরে পুলিশ। গ্রেফতার করা হয় চালককে। ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার ৭ দিনের মাথায় বিহারের আরা জেলা থেকে শ্যুটার আলিকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও ৩টি তাজা কার্তুজ। ধৃতকে ট্রানজিট রিম্যান্ডে ইসলামপুর নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার জমি মাফিয়াদের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূলি প্রধান রাহি। তার জেরেই তাঁকে খুনের পরিকল্পনা করে জমি মাফিয়ারা। আলিকে কে খুনের বরাত দিয়েছিল তা জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের বুধবার ইসলামপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশি তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।