বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Gauripur Jute Mill: নজিরবিহীন উদ্যোগ রাজ্য সরকারের, ২৫ বছর পর চালু হচ্ছে নৈহাটির গৌরীপুর জুটমিল
পরবর্তী খবর
Gauripur Jute Mill: নজিরবিহীন উদ্যোগ রাজ্য সরকারের, ২৫ বছর পর চালু হচ্ছে নৈহাটির গৌরীপুর জুটমিল
1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2024, 03:47 PM ISTChiranjib Paul
ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কয়েকটি মিল তার মধ্যে অন্যতম ছিল নৈহাটি গরিফার গৌরীপুর জুটমিল। স্থানীয়দের দাবি, দেশের বৃহত্তম চটকলটি প্রথম নৈহাটিতে তৈরি করেছিলেন ব্রিটিশ শিল্পপতি ম্যাকলিন বেরি।
বন্ধ গৌরীপুর জুট মিল আবার খুলতে চলেছে।
২৫ বছর পর রাজ্য সরকারের উদ্যোগে চালু হতে চলেছে নৈহাটির গৌরীপুর জুটমিল। মঙ্গলবার এই মিল নিয়ে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকেই মিল চালু করা নিয়ে জট কাটে। দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা পর কার্যত নতুন ভাবে চালু হচ্ছে গৌরীপুর জুট মিল। মিল চালুর খবরে খুশির হওয়া শ্রমিক মহলে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কয়েকটি মিল তার মধ্যে অন্যতম ছিল নৈহাটি গরিফার গৌরীপুর জুটমিল। স্থানীয়দের দাবি, দেশের বৃহত্তম চটকলটি প্রথম নৈহাটিতে তৈরি করেছিলেন ব্রিটিশ শিল্পপতি ম্যাকলিন বেরি। একটা সময় শ্রমিকের ভিড়ে গমগম করত গৌরীপুর জুটমিল। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে কমবেশি প্রায় পাঁচ হাজার শ্রমিক এই জুট মিলে কাজ করতেন। কিন্তু আচমকা তালা পড়ে মিলে।
আচমকা মিল বন্ধ হয়ে গেলেও কারখানা খোলার ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি তৎকালীন বাম সরকার। এরই মধ্যে ওই কারখানার বহু শ্রমিক মারা গিয়েছেন। কেউ আবার পেট চালানোর জন্য অন্য পেশায় যুক্ত হয়েছেন।
রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেন কারখানাটিকে নতুন করে চালু করার। কিন্তু নানা আইনি এবং মালিকানা সংক্রান্ত জটিলতায় কারখানাটি চালু করা যাচ্ছিল না। সেই সব জটিলতা কাটাতে সময়ও লাগে।