পহেলগাঁওতে হামলার পরেই জঙ্গি নিধনে জোরদার অভিযানে নেমেছে সেনাবাহিনী এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলি। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে। তারইমধ্যে এবার কোচবিহারে উদ্ধার হল মর্টার শেল। আজ ররিবার সকালে জেলার মেখলিগঞ্জের ভোটবাড়ির হেলাপাকরি মোড় সংলগ্ন এলাকায় পাথরের বেডে ওই মর্টার শেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিএসএফ।
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট নয়… সন্ত্রাসী হামলার পরে রাগে ফুঁসছেন শ্রীবৎস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই এলাকায় কয়েকজন কাজের জন্য হেঁটে যাচ্ছিলেন। সেই মর্টার শেলটি তাঁদের চোখে পড়ে। খবর পেয়ে মর্টার শেল দেখতে ভিড় করেন স্থানীয়রা। খবর দেওয়া পুলিশকে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি বিএসএফও খবর পেয়ে সেখানে পৌঁছে যায়।
যদিও চ্যাংরাবান্ধায় বিভিন্ন পাথরের বেড থেকে মর্টার শেল উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে দু''বছর আগে সিকিমে তিস্তার বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হয়েছিল। তাতে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে যায়। ফলে সেখান থেকে অনেক সেনাবাহিনীর অস্ত্র ভেসে যায় তিস্তার বন্যায়। তারপর থেকেই ওই এলাকায় একাধিক মর্টার উদ্ধার হয়েছে।
পাথরের বেডের ম্যানেজার ইশক আলি বলেন, ‘তোতলাবাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল। সেখান থেকেই হয়তো পাথরের সঙ্গে মর্টার শেল কোনওভাবে এখানে চলে এসেছে। এর আগেও অনেক বেডে মর্টার শেল পাওয়া গিয়েছিল। এটা আতঙ্কের বিষয়।’
স্থানীয় তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকারও একই দাবি করেছেন। তিনি মর্টার শেলের কাছাকাছি না যাওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করেন। বন্যার কারণে এটি ভেসে আসতে পারে বলে তিনি দাবি করেন। জানা গিয়েছে, মর্টার শেল উদ্ধারের পর মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, সেনাকেও খবর দেওয়া হয়েছে।