দলের শো-কজ নোটিশ নিয়ে নির্লিপ্ত বিধায়ক। তিনি জানিয়ে দিলেন অন্য কোনও দলে যোগ নয়। দলনেত্রীর পথেই তিনি নতুন দল গড়বেন। উত্তর তাঁর তৈরি আছে দ্রুত শোকজের জাবাবও দেবেন।
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
অন্য দলে যোগদান নয়, নিজেই নতুন দল তৈরি করবেন বলে জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলের শো-কজ নোটিশ নিয়ে নির্লিপ্ত বিধায়ক জাবাব, শো-কজের কী উত্তর দেবেন তা চিঠি আসার আগে থেকে তৈরি ছিল। খুব শীঘ্রই তিনি তাঁর জবাব দেবেন।
শনিবার শো-কজের চিঠি হাতে পাওয়ার পর তিনি আনন্দবাজারকে বলেন, 'আমি তৃণমূল ছাড়ছি না কিন্ত যদি দল আমায় তাড়িয়ে দেয়, তবে সিপিএম, কংগ্রেস বা আইএসএফে যাচ্ছি না। নতুন দল তৈরি করে বুঝিয়ে দেব মানুষ আমার সঙ্গে আছেন।'
শো-কজ প্রসঙ্গে তিনি বলেন,'দলের স্বাধীননতা আছে যে কোনও কর্মীকে শো-কজ কারার। আবার তার উত্তর দেওয়ারও পূর্ণ স্বাধীনতা আছে আমার।' তাঁর ছেলে গোলাম আজাদ এই শো-কজের চিঠি গ্রহণ করেন। তিনিও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। শো-কজের জবাব প্রসঙ্গে হুমায়ুন বলেন,'কী প্রশ্ন আছে দেখিনি। তবে জবাব আমার কমপিউটারে সাজান আছে। রেডি করে দিয়ে দেব।'
এর আগে ২০১৫ সালে তাঁকে শো-কজ করা হয়। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'ছবছর আগেও অকারণে সাসপেন্ড করা হয়েছিল। তার পর আই প্যাকের মাধ্যমে আমাকে ফিরিয়ে আনা হয়। আমার সঙ্গে মানুষ ছিল বলে দল প্রয়োজন মনে করেছিল। আগামী দিনে তা আরও ভাল করে বুঝবে।'