বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Local Trains Cancelled on Dol Yatra 2023: দোলের জন্য শিয়ালদা ডিভিশনে বাতিল অসংখ্য লোকাল ট্রেন, দেখুন পুরো তালিকা
পরবর্তী খবর
Local Trains Cancelled on Dol Yatra 2023: দোলের জন্য শিয়ালদা ডিভিশনে বাতিল অসংখ্য লোকাল ট্রেন, দেখুন পুরো তালিকা
1 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2023, 08:38 AM ISTAyan Das
Local Trains Cancelled on Dol Yatra 2023: দোলযাত্রা উপলক্ষ্যে শিয়ালদা ডিভিশনে অসংখ্য লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। যে তালিকায় আছে কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একাধিক ট্রেন।
আগামী ৭ মার্চ দোল, সেজন্য শিয়ালদা ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আগামী মঙ্গলবার (৭ মার্চ) দোল পড়েছে। সেজন্য শিয়ালদা ডিভিশনে অসংখ্য লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। যে তালিকায় আছে কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, দোলে লোকাল ট্রেনে একেবারেই ভিড়ের চাপ থাকে না। ট্রেন ফাঁকা থাকে। বিশেষত সকালের দিকে ট্রেনে তো যাত্রীর সংখ্যা খুব কম নয়। সেজন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
দোল উপলক্ষ্যে শিয়ালদা ডিভিশনে কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে?
শিয়ালদা-বজবজ শাখায় কাজের জন্য বাতিল ট্রেন
দোলের আগেই শিয়ালদা-বজবজ শাখায় শনিবার/রবিবার কয়েকটি ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টালিগঞ্জ এবং নিউ আলিপুরের মধ্যে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত ন'টা থেকে রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।
শনিবার (৪ মার্চ): আপ ৩৪১৫৭ এবং আপ ৩৪১৬১ বজবজ-শিয়ালদা লোকাল নিউ আলিপুর পর্যন্ত যাবে। ডাউন ৩৪১৬২ এবং ডাউন ৩৪১৬৬ শিয়ালদা-বজবজ লোকাল নিউ আলিপুর থেকে ছাড়বে।
রবিবার (৫ মার্চ): আপ ৩৪১১৩, আপ ৩৪১১৯ এবং আপ ৩৪১২৩ বজবজ-শিয়ালদা লোকাল নিউ আলিপুর পর্যন্ত যাবে। ডাউন ৩৪১১৮, ডাউন ৩৪১২৪ এবং ডাউন ৩৪১৩০ শিয়ালদা-বজবজ লোকাল নিউ আলিপুর থেকে ছাড়বে।
শনিবার আপ ৩৪১৬৫ বজবজ-শিয়ালদা লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে। অন্যদিকে, রবিবার ডাউন ৩৪১২০ শিয়ালদা-বজবজ লোকাল মাঝেরহাট থেকে ছাড়বে।
রবিবার আপ ৩১০৫১ বজবজ-নৈহাটি লোকাল নিউ আলিপুর পর্যন্ত যাবে। ডাউন ৩৪১২০ শিয়ালদা-বজবজ লোকাল নিউ আলিপুর থেকে ছাড়বে।