কানে হেডফান লাগিয়ে রেললাইনে হাঁটার খেসারত দিতে হল এক যুবককে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাঁর। তবে এখনও পর্যন্ত মৃত ওই যুবকের নাম-পরিচয় জানতে পারেনি রেল পুলিশ।মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে শিয়ালদহের দক্ষিণ শাখার বারুইপুর ও মল্লিকপুর স্টেশনের মাঝে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ শিয়ালদহ আপ স্পেশাল ট্রেন বারুইপুর স্টেশন ছাড়ে। ট্রেনটি মল্লিকপুর স্টেশনে ঢোকার আগে যখন বিনিয়াডাঙা রেল ক্রসিংয়ে পৌঁছায়। আচমকা চালক খেয়াল করেন এক যুবক কানে হেডফোন লাগিয়ে আপ লাইনের উপর দিয়ে হাঁটছেন। ওই চালক বারবার ট্রেনের হর্ন বাজিয়ে যুবককে সতর্ক করার চেষ্টা করেও বিফল হন। ওই যুবকের কানে হেডফোন থাকায় সম্ভবত ট্রেনের আওয়াজ শুনতে পাননি তিনি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ওই যুবক। খবর দেওয়া হয় সোনারপুরের জিআরপিকে। পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করায়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণ চিকিৎসা চলার পরই ওই যুবকের মৃত্যু হয়। যুবকের নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর জিআরপি।