‘দিদি আমাদের জন্য লাকি’- এমনই মন্তব্য করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) প্রথম দিনে তিনি বলেন, ‘২০১৬ সালে কলকাতা থেকে বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করেছিল জিয়ো। এই শহর থেকেই, সিটি অফ জয় থেকে। সেই শুভ মুহূর্ত প্রমাণ করেছে যে দিদি আমাদের জন্য লাকি। সেই মুহূর্তটার হাত ধরে শুধুমাত্র ভারতে ডিজিটাল বিপ্লব আসেনি, সেটা ভারতকে ডিজিটাল সুপারপাওয়ারে পরিণত করেছে। আজ জিয়ো শুধুমাত্র ভারতের এক নম্বর ডিজিটাল পরিবেষা প্রদানকারী সংস্থা বা ডেটা কোম্পানি নয়, বিশ্বেরও এক নম্বর সংস্থা। যে যাত্রাটা শুরু হয়েছিল কলকাতা থেকে।’
দিঘায় হচ্ছে জিয়োর কেবল ল্যান্ডিং স্টেশন
আর সেই জিয়ো নিয়ে পশ্চিমবঙ্গে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন আম্বানি। তিনি জানিয়েছেন, দিঘায় রিলায়েন্স জিয়োর কেবল ল্যান্ডিং স্টেশনের কাজ করা হচ্ছে। যা পূর্ব ভারতের প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন। আম্বানি জানিয়েছেন, আগামী বছরের গোড়ার দিকেই সেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। আর সেই কাজ শেষ হলে ফাইবার যোগাযোগ ব্যবস্থা আমূল পালটে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
কলকাতায় এআই ডেটা সেন্টারের ঘোষণা আম্বানির
শুধু তাই নয়, কলকাতায় এআই রেডি ডেটা সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন যে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর নাগাদ নিউ টাউনে সেই ডেটা সেন্টারের কাজ শেষ হয়ে যাবে। মোটামুটি নয় মাসের ডেডলাইন বেঁধে দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
রিলায়েন্সের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বাংলায়
তারইমধ্যে আম্বানি বলেন, ‘২০১৬ সালে যখন আমি প্রথম এই সম্মেলনে যোগ দিয়েছিলাম, তখন রিলায়েন্সের বিনিয়োগের অঙ্কটা ২০০ কোটি টাকার কম ছিল। এক দশকেরও কম সময় আজ বাংলায় আমাদের বিনিয়োগের অঙ্কটা ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা বাংলায় ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। মমতা দিদি, এই দশক শেষ হওয়ার মধ্যে আমরা সেই বিনিয়োগের অঙ্কটা দ্বিগুণ (এক লাখ কোটি টাকা) করব।’
তিনি আরও জানিয়েছেন, আগামী তিন বছরে পশ্চিমবঙ্গে ৪০০টি স্টোর খুলবে রিলায়েন্স। বাংলার শিল্পকলাকে 'স্বদেশ' স্টোরের মাধ্যমে তুলে ধরা হবে। বাংলার বিভিন্ন শিল্পকলা পৌঁছে যাবে বিদেশে। আর চলতি বছরের শেষের মধ্যে 'গ্রিন এনার্জি' (অচিরাচরিত শক্তি) কর্মসূচির আওতায় চলে আসবে পশ্চিমবঙ্গ।