মঙ্গলকোটে তৃণমূল নেতা হত্যাকাণ্ডে মূল চক্রীকে দিল্লি থেকে গ্রেফতার করল সিআইডি। ধৃত শেখ রাজু তৃণমূল নেতা অসীম দাসকে খুনের জন্য একাধিক সুপারি কিলারকে টাকা দিয়েছিল।গত ১২ জুলাই কাসেমনগর থেকে বাইকে করে ফিরছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস। তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তভার হাতে নেয় সিআইডি। তদন্তের শুরু থেকেই শেখ রাজুর বিষয়ে তদনন্তকারীদের সন্দেহ ছিল। শেখ রাজুকে ধরার জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছিল তদন্তকারী। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি থেকে শেখ রাজুকে গ্রেফতার করে পুলিশ।তদন্তকারীদের কাছে ইতিমধ্যে বেশ কিছু তথ্য হাতে এসেছে। তা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজুর অবৈধ বালি কারবারে বাধা দিচ্ছিলেন বলেই তৃণমূল নেতা অসীম দাসকে সরিয়ে দিতে চেয়েছিলেন রাজু। পুলিশ জানতে পেরেছে, শেখ রাজুর বাড়ি বীরভূমের নানুরে। কিন্তু শ্বশুরবাড়ি মঙ্গলকোটে। তিন–চার বছর ধরে মঙ্গলকোটেই থাকতেন রাজু। জানা গিয়েছে, প্রথমে বালি তোলার যন্ত্র ভাড়া দিত রাজু। এরপরে অবৈধ বালি তোলার কারবার শুরু করে দেয় সে। নানুরে একটি ধাবায় বসে তৃণমূল নেতাকে খুন করার পরিকল্পনা করেছিল শেথ রাজু। তদন্তকারীদের মতে, যেহেতু রাজুকে ধরা গিয়েছে, তাই জিজ্ঞাসাবাদ করেই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।