ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের তদন্তে আরও এক ধাপ এগোল কলকাতা পুলিশ। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম রফিকুল খান। এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। এদের বিরুদ্ধে রেজ্জাক হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার সন্দেহ করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার তৃণমূলেরই নেতা
কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, রফিকুলকে মঙ্গলবার আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই রেজ্জাক খুনের ছক কষা হয়েছিল। রবিবার এই মামলায় আরও তিনজন আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লাকে কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করে। তাদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়। তার আগেই ধরা পড়ে মোফাজ্জেল মোল্লা নামে এক তৃণমূল নেতা। তাঁকে জেরা করেই মূল ষড়যন্ত্রকারীদের খোঁজ মেলে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, রেজ্জাক খানকে কয়েকদিন আগে ভাঙড়ে নিজের বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়। একাধিক গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাতে প্রাণ হারান তিনি। তৃণমূলের স্থানীয় স্তরে জনপ্রিয় এবং সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন রেজ্জাক। ঘটনার পরই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কলকাতার নগরপাল মনোজ কুমার ভার্মা এবং গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। নগরপাল স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত কেউ পার পাবে না, পুলিশ সর্বশক্তি দিয়ে দোষীদের খুঁজে বের করবে।