বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri-Bangladesh Border: গুলিবিদ্ধ হয় এক বাংলাদেশি, ধৃত ১০ অনুপ্রবেশকারী, জলপাইগুড়ির সীমান্তে এবার পদক্ষেপ BSF-এর
Jalpaiguri-Bangladesh Border: গুলিবিদ্ধ হয় এক বাংলাদেশি, ধৃত ১০ অনুপ্রবেশকারী, জলপাইগুড়ির সীমান্তে এবার পদক্ষেপ BSF-এর
জলপাইগুড়ি সদর ব্লকে এখনও ১৮ কিমি দীর্ঘ সীমান্ত এলাকা অরক্ষিত। সেই সীমান্তে এবার কাঁটাতার দেওয়ার পদক্ষেপ শুরু করল বিএসএফ। এতদিন জমি জটে সেই কাজ করা যায়নি। তবে সম্প্রতি গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে কাজে হাত দিয়েছে বিএসএফ।