নন্দীগ্রামে বিজেপির সুশাসন দিবসের অনুষ্ঠানে যোগদান করে রাজ্যে হিন্দুদের সাংবিধানিক অধিকার লুণ্ঠিত হচ্ছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলেও তা কালোই থাকে, তেমন নাজিমউদ্দিনের ছেলেদের আমরা সংশোধন করতে পারিনি। এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ওপারে বাংলাদেশ আর এপারে পশ্চিমবঙ্গ, দু’টো পাড়েই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। হিন্দু মা - বোনেদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে। হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে। হিন্দু মন্দির ভাঙা হচ্ছে। হিন্দুদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, এপারেও।’শুভেন্দুবাবু বলেন, ‘নন্দীগ্রামেও হনুমান জয়ন্তীর মিছিলে হামলা হয়েছিল। আমরা এদের সংশোধন করতে পারিনি। আমরা নাজিমুদ্দিন - রুকুউদ্দিনকে সংশোধন করতে পারিনি। ভবিষ্যতেও পারব না। কারণ কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে। সব জিনিসকে সোজা করে দিতে পারবেন। কিন্তু কুকুরের ল্যাজকে সবাই মিলে টানলেও সোজা জীবনে হবে না। তাই রুকু - নাজিমের ব্যাটাদের আমরা সোজা করতে পারিনি। সোজা জনগণ করেছে।’বাবাসাহেব আম্মেদকর বিতর্ক নিয়ে তৃণমূলে পালটা আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘রথিবালা আড়ি বিজেপি কর্মী ছিলেন না। তিনি ছিলেন একজন তপশিলি হিন্দু। তাকে তৃণমূলের লোকেরা এসে নৃশংসভাবে খুন করে রেখে গিয়েছে। তার পর এরা বাবাসাহেব নিয়ে কোন মুখে কথা বলে?’