
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আগামী বছর ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কবে কবে লিখিত পরীক্ষা হবে?
কোন বিষয়ের পরীক্ষার সময় কত?
১) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। (প্রশ্নপত্র পড়া এবং লেখা - দুটির জন্যই মোট তিন ঘণ্টা ১৫ মিনিট বরাদ্দ আছে)।
২) ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা ২ ঘণ্টা হবে। সেগুলি হল - হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
কবে প্র্যাকটিকাল পরীক্ষা হবে?
সংসদ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত প্র্যাকটিকাল পরীক্ষা হবে। প্র্যাকটিকাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনও প্রশ্নপত্র পাঠানো হবে না। আগামী বছরও সংসদের ওয়েবসাইটে বিষয় (টপিক) দিয়ে দেওয়া হবে। তার ভিত্তিতে পরীক্ষা নেবে স্কুলগুলি।
এবার হোম সেন্টারে হবে পরীক্ষা
অন্য স্কুলে নয়, করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী বছর নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ 'হোম সেন্টারে' পড়ুয়ারা পরীক্ষা দেবেন। এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
৳7,777 IPL 2025 Sports Bonus