বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে কালীপুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। সেই সঙ্গে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। যার নাম ‘সিত্রাং’।উপকূলবর্তী জেলাগুলিতে এর বেশি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেইমতোই উপকূলর্বর্তী অঞ্চলে মানুষকে সতর্ক করতে শুরু করল পুলিশ প্রশাসন।
বিদায় নিয়েছে বর্ষা, তারইমধ্যে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়, কালীপুজোয় কী হবে?
মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি মৎস্যজীবীদেরও সতর্ক করা হচ্ছে। তাদের অবিলম্বে সমুদ্র থেকে ফিরে আসা ছাড়াও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের মধ্যেই আগামী সোমবার অমাবস্যার কোটালের ফলে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। জোড়া সংকটের কারণে আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা প্রভৃতি এলাকায় মানুষকে সতর্ক করার কাজ শুরু করেছে প্রশাসন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে। ততক্ষণে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও সেই সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এই অবস্থায় পরিস্থিতি খারাপ হলে উপকূলবর্তী এলাকার মানুষদের সাইক্লোন সেন্টার এবং ফ্লাড সেন্টারে চলে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।