পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে আসেন। সৈকতনগরীতে এসে নানা জায়গায় ঘোরার পর রাত সাড়ে ১০টা নাগাদ দিঘাতেই রাত কাটানোর তোড়জোড় শুরু করেন। তাই নতুন দিঘায় হোটেলে ঘর খুঁজতে যান তাঁরা। মোটরবাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন যুবক তাঁদের হোটেলের ঘর দেখাবেন বলে জানায়।
মর্মান্তিক ঘটনা ঘটল সৈকতনগরীতে। হোটেলের ঘর দেখাতে নিয়ে এসে দিঘায় তরুণী পর্যটককে গণধর্ষণ করার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের দিঘায় এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী এই নারকীয় কাজে বাধা দিতে গেলে তরুণীর সঙ্গীকে হাত–পা বেঁধে ফেলে রাখা হয়। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দিঘার মতো জায়গায় এমন কাণ্ড ঘটায় এটাই চর্চার বিষয় হয়ে উঠেছে। রীতিমতো মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
এদিকে দিঘায় পর্যটককে ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। হোটেলের ঘর দেখানোর অছিলায় তরুণীকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর দরজা বন্ধ করে একে একে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি দু’জন পলাতক। তাদের খোঁজে নানা জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আজ, সোমবারই ধৃতদের আদালতে হাজির করা হয়। এই দু’জনকে জেরা করে বাকি দু’জনের নাগাল পেতে চাইছে পুলিশ। রবিবার রাতে দিঘার রতনপুরের কাছে এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে।
অন্যদিকে শনিবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে আসেন। সৈকতনগরীতে এসে নানা জায়গায় ঘোরার পর রাত সাড়ে ১০টা নাগাদ দিঘাতেই রাত কাটানোর তোড়জোড় শুরু করেন। তাই নতুন দিঘায় হোটেলে ঘর খুঁজতে যান তাঁরা। তখনই মোটরবাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন যুবক তাঁদের হোটেলের ঘর দেখাবেন বলে জানায়। তারপর মোটরবাইকে তুলে নেয়। ওই দু’জনকে ওড়িশা অভিমুখে দিঘাশ্রী পেরিয়ে একটি অন্ধকার নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ঘরে তরুণীকে মারধর করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর তরুণীর বন্ধুকেও মারধর করে বেঁধে রাখা হয়েছিল।
এছাড়া ওই সঙ্গীকে সামনে ফেলে রেখেই তাঁর সামনে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে পুলিশকে অভিযোগে জানানো হয়েছে। এমনকী অপরাধীদের অত্যাচারে সংজ্ঞাহীন হয়ে পড়েন নির্যাতিতা তরুণী। চারজন মিলেই এই গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দিলে তরুণীর বন্ধুই তাঁকে নিয়ে দিঘা থানায় হাজির হন। আর সেখানে লিখিত অভিযোগে তরুণী জানান, তাঁর উপরে গণধর্ষণ এবং নির্মম অত্যাচার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতের অভিযানেই দিঘা লাগোয়া রতনপুর থেকে দু’জনকে গ্রেফতার করে। আজ সোমবার তাঁদের কাঁথি মহকুমা আদালতে হাজির করা হয়।