দুরন্ত গতিতে সম্প্রসারিত হচ্ছে পশ্চিম বর্ধমানের অণ্ডাল বিমানবন্দর। এবার দক্ষিণবঙ্গের আকাশপথে যুক্ত হতে চলেছে উত্তর ভারতের তীর্থ ও পর্যটন কেন্দ্র বারাণসী। আগামী অক্টোবর মাস থেকেই চালু হতে চলেছে অণ্ডাল-বারাণসী সরাসরি বিমান পরিষেবা। পাশাপাশি লখনউ ও জয়পুরের দিকেও উড়ান পরিষেবা চালুর পরিকল্পনা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। (আরও পড়ুন: আছে এপিক কার্ড, তবে সন্ধান নেই ভোটারের! আজব কাণ্ড বাংলার এই বিধানসভা কেন্দ্রে)
আরও পড়ুন: আকাশপথে জুড়ছে বাগডোগরা-অন্ডাল, সপ্তাহের কোনদিন বিমান, টিকিটের দাম কত?
সোমবার এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান পশ্চিম জেলার জেলাশাসক পোন্নমবলম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাশ মণ্ডল। বৈঠকে উঠে আসে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার নানা দিক। সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, অণ্ডাল বিমানবন্দরকে আরও কার্যকর ও জনমুখী করতে একাধিক নতুন রুটে উড়ান চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অণ্ডালকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী পরিষেবাও বাড়াতে হবে। বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে বিমানবন্দরে এখনও পর্যন্ত কোনও অ্যাম্বুলেন্স নেই। বিষয়টি জানার পর সাংসদ ঘোষণা করেন, তাঁর তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে। দুর্ঘটনা বা যাত্রী অসুস্থ হলে দ্রুত চিকিৎসা ব্যবস্থার জন্য এটি জরুরি বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: ডিএ মামলায় SC-র তীব্র ভর্ৎসনা, রাজ্যকে 'মহাজন' আখ্যা, 'নৈতিক জয়' সরকারি কর্মীদের)
আরও পড়ুন: '৭ মাস তদন্ত রিপোর্ট দেয়নি CBI', সুপ্রিম কোর্টে বলল আরজি কর নির্যাতিতার পরিবার
এছাড়াও, বিমানবন্দরের বাইরের অংশে যাত্রী এবং তাঁদের পরিবারের জন্য স্বতন্ত্র শৌচালয় তৈরির সিদ্ধান্ত হয়েছে। বিমাননগরী ঘিরে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার ভাবনাও আলোচিত হয় বৈঠকে।উল্লেখ্য, অণ্ডাল বিমানবন্দর ইতিমধ্যেই ভুবনেশ্বর ও গুয়াহাটি এর মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এবার কাশী, লখনউ, কিংবা জয়পুরের সঙ্গে দূরত্ব কমে যাবে দক্ষিণবঙ্গের মানুষের কাছে। কবে থেকে পরিষেবা শুরু হবে, সপ্তাহে কতদিন উড়ান মিলবে? তা এখনও নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি। তবে উৎসাহী ব্যবসায়ী ও পর্যটকদের কাছে ইতিমধ্যেই এই খবর আশার আলো হয়ে উঠেছে।
অণ্ডাল থেকে দিল্লিগামী উড়ান বাড়ানো নিয়েও এদিন বৈঠকে কথা বলেন সাংসদ। একইসঙ্গে এয়ার ইন্ডিয়া ও এয়ার এশিয়ার মতো বড় সংস্থার সঙ্গে সরাসরি উড়ান চালু করতে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, তাও আলোচনায় উঠে আসে। সব মিলিয়ে বলা যায়, দ্রুত বদলে যাচ্ছে অণ্ডাল বিমানবন্দরের চেহারা।