এবার অনুব্রত মণ্ডলের কন্যাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুকন্যা মণ্ডলকে আগে একাধিকবার তলব করেছিল সিবিআই। নানা কারণ দেখিয়ে তলব এড়িয়ে গিয়েছেন সুকন্যা মণ্ডল। গত ১৮ অক্টোবর সিবিআই যে আয়–ব্যয়ের হিসাব চেয়েছিল সেইসব নথিপত্র ইমেল করে পাঠিয়ে দেন সুকন্যা মণ্ডল। এবার সুকন্যার মালিকানাধীন এএনএম অ্যাগ্রোকেমের হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি। আগামী বৃহস্পতিবার তিনি ইডির তলবে হাজিরা দেন কিনা সেটাই দেখার।
বিষয়টি ঠিক কী ঘটেছে? কিছুদিন আগে সুকন্যা মণ্ডলের সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এমনকী আয়–ব্যয়ের নোটিশ চেয়ে সুকন্যা এবং বিদ্যুৎবরণকে তলব করেছিল সিবিআই। সেই নোটিশের জবাব ইমেলে দিয়েছেন সুকন্যা। আর তিনি জানান, এক ঘনিষ্ঠ বন্ধুর চিকিৎসার জন্য তিনি এখন রাজ্যের বাইরে রয়েছেন। তবে এবার হিসাব চেয়ে নোটিশ দিল ইডি। কারণ তাঁরা কিছু গড়মিল পেয়েছেন লেনদেনে।
ইডির তলবে সুকন্যা হাজির হবেন? ইডির পক্ষ থেকে এই প্রথমবার সুকন্যাকে নোটিশ পাঠানো হল। এবার সুকন্যা উপস্থিত না হয়ে ইমেলে উত্তর দিতে পারেন। সেক্ষেত্রে দ্বিতীয়বার সময় নিয়ে তাঁকে তলব করা হতে পারে। এখন সায়গল হোসেনকে নয়াদিল্লি নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। সেখান থেকে কোনও তথ্য তাঁদের হাতে এসেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। আগামী বৃহস্পতিবার সুকন্যা জেরার মুখোমুখি হতে বলা হযেছে নোটিশে।
কেন সুকন্যাকে তলব ইডির? সূত্রের খবর, সুকন্যার আরও একটি সংস্থা রয়েছে। নীড় ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড সেই সংস্থার নাম। তদন্তকারী অফিসাররা এই সংস্থার বিষয়ে জানতে চান। তাই তাঁকে তলব করেছে ইডি। এই সংস্থার কথা আবার সিবিআই চার্জশিট উল্লেখ রয়েছে। অনুব্রত মণ্ডলের নির্দেশেই ওই কোম্পানি খোলা হয়েছিল বলেও চার্জশিটে উল্লেখ রয়েছে। এমনকী কোম্পানির নামে ৯০ কাঠা জমির হদিস মিলেছে। আর সংস্থার অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। গোটা বিষয়টি সুকন্যার থেকে জানতে চান।