গর্ভপাতে রাজি না হওয়ায় গৃহবধূর ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির পৈশাচিক নির্যাতনের মৃত্যু হল বধূর। ঘটনা নদিয়ার থানারপাড়া থানা এলাকার পণ্ডিতপুর গ্রামের। স্বামীসহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন বধূর বাবা।সাগরা বিবি নামে ওই বধূর এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে। তাঁর বাবার অভিযোগ, সম্প্রতি ফের গর্ভবতী হন তিনি। সেকথা জানতে পেরে গর্ভপাত করাতে স্ত্রীর ওপর চাপ দিতে থাকেন স্বামী শরিফুলসহ শ্বশুরবাড়ির লোকেরা। বধূর বাবা জানিয়েছেন, মেয়ে ৪ মাসের গর্ভবতী ছিল। ফোনে ও জানায় যে ওর ওপর গর্ভপাত করাতে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু কিছুতেই গর্ভপাত করাতে রাজি ছিল না মেয়ে।তিনি জানান, সপ্তাহখানেক আগে মেয়েকে বাঁশ লাঠি দিয়ে ব্যাপক মারধর করে শ্বশুরবাড়ির লোকেরা। এমনকী তাঁর গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। কিন্তু সেই খবর বাপের বাড়তে জানানো হয়নি। আহত সাগরাকে ফের মারধর করে তাঁর স্বামী শরিফুল। জোর করে খাওয়ানো হয় গর্ভপাতের ওষুধ। মারের চোটে বধূ মৃতপ্রায় হয়ে গেলে তাঁকে স্থানীয় নতিডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পালায় স্বামী। সেখাই শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় সাগরার।এরপর স্বামীসহ শ্বশুরবাড়ির ৪ সদস্যের বিরুদ্ধে বধূনির্যাতন ও খুনের অভিযোগ দায়ের করেছেন বধূর বাবা। তদন্ত শুরু করেছে পুলিশ।