
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রামে-বামে জোট নয়, পাঁশকুড়া এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে একাই জিতল সিপিএম। পাশকুড়ায় এই প্রথমবার সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল সিপিএম। জিতলেও জয় এসেছে গলায় গলায়। বোর্ড গঠন কে করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সিপিএমই।
পাঁশকুড়া এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির মোট ৯টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে সিপিএম এবং তৃণমূল সব কটি আসনেই প্রার্থী দিয়েছিল। বিজেপি ৪টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ৫টি আসন পেয়েছে সিপিএম ৪টি তৃণমূল। গেরুয়া শিবির একটি আসনও পায়নি।
সিপিএমের পাঁশকুড়া বাজার এরিয়া কমিটির সম্পাদক নিতাই সান্নিগ্রাহী বলেন, 'রাম-বাম জোট নয় একক লড়াইয়ে জিতেছে সিপিএম। এই জয় আবারও প্রমাণ দিল মানুষ আবার সিপিএমের দিকে মুখ ফেরাচ্ছেন। নানা ভাবে শাসকদল ভোটাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু সে পর্যন্ত মানুষ আমাদের ভোট দিয়েছেন।' এই সমবায় ভোটে প্রার্থী দিয়েছিল সিপিআই ও সিপিআইএমএল।
তবে যেহেতু জয় এসেছে মাত্র এক আসনের ব্যবধানে, তাই বোর্ড গঠনের ব্যাপারে সংশয়ে রয়েছেন তাঁরা। স্থানীয় সিপিএম নেতৃত্বে বলেন,'দেখা যাবে বোর্ড গঠন করছে তৃণমূল। কী ভাবে করবে সেটা আপনারা দেখতে পাবেন।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports