ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তপন কান্দু। পুরভোটের পরেই গুলিতে ঝাঝরা হয়ে গিয়েছিল তপন কান্দুর শরীর। কংগ্রেসের ওই কাউন্সিলের খুনের পরে গোটা বাংলায় শোরগোল পড়ে যায়। এবার সেই আসনে আগামী ২৬ জুন উপনির্বাচন হবে। সেই আসনে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। দল সূত্রে খবর, নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে। এদিকে কাকার মৃত্যুর তদন্তে বার বারই সহযোগিতা করেছিলেন মিঠুন। এবার কাকার ফেলে যাওয়া আসনে প্রার্থী হচ্ছেন তিনি। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু জানিয়েছেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। অন্যদিকে মিঠুন জানিয়েছেন, কাকার সমস্ত প্রতিশ্রুতি আমি রক্ষা করার চেষ্টা করব। তার অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগ দিন।
এদিকে এই আসনটিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের নজর রয়েছে। তপন কান্দুর খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। এবার সেই আসনে প্রার্থী চয়নের ক্ষেত্রে তপন কান্দুর পরিবারকেই গুরুত্ব দিল কংগ্রেস। সেক্ষেত্রে তিনি কতটা লড়াই দিতে পারেন, তপন কান্দুর খুনের ঘটনার প্রতিবাদ কতটা প্রতিফলিত হয় ভোটের ফলাফলে সেদিকেও তাকিয়ে রয়েছেন অনেকে। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, সর্বসম্মতিক্রমেই ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে মিঠুন কান্দুর নাম প্রস্তাব করা হয়েছিল। কংগ্রেসের প্রতীকে তিনি লড়বেন। তবে এই ওয়ার্ডে যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটা যাতে নিশ্চিত করা হয় তার অনুরোধ করব।