শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর পর এবার মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস নেতা অসীম দাসের খুনের ঘটনার তদন্তভার নিল সিআইডি| এই খুনের ঘটনা নিয়ে নানা বিতর্ক থাকলেও এবার তার পর্দাফাঁস করতে চায় সিআইডি। ঠিক কী ঘটেছিল ১২ জুলাই? এটাই প্রকাশ্যে আনতে চায় সিআইডি। গত সোমবার ১২ জুলাই লাখুরিয়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাসের খুন হয়| এবার তারই তদন্তে নামলেন সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা|স্থানীয় সূত্রে খবর, গত ১২ জুলাই অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়| এদিনই সিআইডি’র প্রতিনিধিদল পরিদর্শন করে ঘটনাস্থল| সিআইডি আধিকারিকরা পৌঁছয় মঙ্গলকোট থানায়| তদন্তে নেমে নানা তথ্য খোঁজ করতে থাকে তাঁরা। কোনও নতুন তথ্য পেল সিআইডি? এই খুনের উদ্দেশ্য কী? খুনের নেপথ্যে সুপারি কিলার? এই রহস্য উন্মোচন করতে চান তাঁরা।এদিকে জেলা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে বলে সূত্রের খবর| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে| তাদের জেরা করে তথ্য বের করতে চাইছে সিআইডি আধিকারিকরা। তাই তাঁরা ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করে ঘটনার পুনর্নির্মান করবে| তবে সেটা কবে করা হবে তা এখন চূড়ান্ত হয়নি।অন্যদিকে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, ধৃতরা তৃণমূল কংগ্রেসের কর্মী| পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, ধৃতরা বিজেপি কর্মী| মৃতের পরিবারের সদস্যদের দাবি, অসীম দাস বালি–কয়লা সিন্ডিকেট নিয়ে প্রতিবাদের জেরে অকালে প্রাণ দিতে হল| এবার সেই মঙ্গলকোট তৃণমূল কংগ্রেসের নেতা অসীম দাসের হত্যাকাণ্ডে তদন্তভার নিল সিআইডি|