লকডাউনের মধ্যেই ক্রিকেটার ঋদ্ধিমান সাহার বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন ঋদ্ধির কাকা মলয় সাহা। বৃহস্পতিবার রাতে ক্রিকেটারের শিলিগুড়ির বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ।ঋদ্ধির কাকা মলয় সাহা জানিয়েছেন, লকডাউনের কারণে কলকাতায় আটকে পড়েছেন ঋদ্ধির মা বাবা। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে ঋদ্ধিদের শিলিগুড়ির শক্তিগড়ের বাড়ি। বৃহস্পতিবার রাতে সেখানে ডাকাতির চেষ্টা করে কয়েকজন যুবক।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গাড়িতে করে এসে ঋদ্ধিদের বাড়ির তালা ভাঙার চেষ্টা করে কয়েকজন যুবক। সেই আওয়াজে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে পিঠটান দেয় ডাকাতদল।বিষয়টি স্থানীয় নিউ জলপাইগুড়ি থানায় জানান ঋদ্ধির কাকা মলয় সাহা। রাতেই পুলিশ এসে গোটা এলাকায় টহল দেয়। কিন্তু কারও দেখা পায়নি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঋদ্ধির বাড়িতে কারা ডাকাতির করতে এসেছিল তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।