চিঠিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রেসপেকটেড ম্যাডাম’ হিসাবে সম্বোদন করে বসলেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি। নিজের বিধানসভা এলাকায় একটি শিশুর চিকিৎসার খরচের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তিনি। তার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়ছেন পুরুলিয়ার এই বিধায়ক।রঘুনাথপুরের বাসিন্দা ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুর চিকিৎসায় সাহায্যের আবেদন করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বিধায়ক বিবেকানন্দ বাউড়ি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাড়ে ৪ লাখ টাকা মঞ্জুর করার আবেদন করেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে বিজেপি বিধায়ক আবেদন করেন, রঘুনাথপুরের নতুনডি গ্রামের বাসিন্দা ২ বছরের শিশু রাজবীর বাউড়ি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছে। ওই শিশুটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের। সেই কারণে ব্যয়সাপেক্ষ এই ক্যানসার চিকিৎসা চালানোও খুব কঠিন। রাজবীরের শারীরিক অবস্থা যা তাতে এখনই তাঁর চিকিৎসার খুব প্রয়োজন। প্রধানমন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ চিঠি লিখতে গিয়ে এত বড় ভুল সামনে এসে পড়ায় স্বভাবতই বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, এত বড় ভুল হল কী করে।যদিও এই প্রসঙ্গে রঘুনাথপুরের বিজেপি বিধায়ক জানান, কাজের খুব চাপ ছিল। অমনযোগী হওয়ার কারণেই এই ধরনের ঘটনাটি ঘটেছে। অনেকের বক্তব্য, মতে, বিধায়ক ভাল উদ্দেশ্যে এই চিঠি লিখলেও একটি শব্দের ভুলের জন্য তা হাসির খোরাকে পরিণত হয়েছে।